• Facebook
  • Twitter
  • Youtube
  • Pinterest
  • Instagram
  • Tumblr
  • Linkedin
  • Reddit
  • 0Shopping Cart
Agrobangla | Agriculture Information and Ecommerce
  • এগ্রোবাংলা
  • কৃষি তথ্য
    • ফল-মূল চাষ
    • আলু চাষাবাদ
    • ধান বিষয়ক তথ্য
    • ছাদে বা টবে চাষ
    • শাক-সবজি চাষ
    • রোগ বালাই ও প্রতিকার
    • ঔষধি গাছ
    • ফুল চাষ
    • সমন্বিত চাষ
    • সম্ভাবনাময় ও অন্যান্য চাষ
    • সার বিষয়ক তথ্য
  • মৎস্য চাষ
    • দেশীয় মাছ চাষ
    • একক ও মিশ্র মাছ চাষ
    • পোনা, খাদ্য ও পুকুর ব্যবস্থাপনা
    • চিংড়ি চাষ
    • মাছ চাষের র্পুনাঙ্গ ব্যবস্থাপত্র
    • মাছের রোগব্যাধি ও প্রতিকার
    • হ্যাচারী, পোনা ও প্রজনন তথ্য
  • গবাদি পশু ও পাখি
    • গবাদিপশু পালন
    • হাঁস-মুরগী ও অন্যান্য পাখি
    • গাভীর খামার ব্যবস্থাপনা
    • গবাদি পশুর কৃত্রিম প্রজনন
    • গো-খাদ্য ব্যবস্থাপনা
    • রোগ-ব্যাধি ও প্রতিকার
  • ভিন্ন খবর
  • কৃষি প্রতিবেদন ও সাফল্য গাথাঁ
    • সফলদের সাফল্য গাথাঁ
    • কৃষি ও পরিবেশ বিষয়ক প্রতিবেদন
  • Search
  • Menu

এগ্রোবাংলা হোম » আমাদের কথা ও প্রশ্ন উত্তর

আমাদের কথা ও প্রশ্ন উত্তর

  • এগ্রোবাংলা কৃষি তথ্য ভান্ডার ও কৃষি ইকমার্স
  • এগ্রোবাংলা কৃষি তথ্য ভান্ডার ও কৃষি ইকমার্স
  • এগ্রোবাংলা কৃষি তথ্য ভান্ডার
  • এগ্রোবাংলা কৃষি তথ্য ভান্ডার এবং কৃষি ইকমার্স
  • এগ্রোবাংলা কৃষি তথ্য ভান্ডার ও কৃষি ইকমার্স
PreviousNext
12345
  • এগ্রোবাংলা শপ
  • স্বাস্থ্য বটিকা
  • ব্যবসা বানিজ্য
  • কৃষি উপকরণ ও প্রযুক্তি

আমাদের কথা

কৃষি নয়, আধুনিক কৃষি এই ব্রত নিয়ে আমাদের যাত্রা। আর কৃষি বিপ্লের জন্য চাই পর্যাপ্ত তথ্য, আমরা মনে করি শুধু মাত্র সঠিক, শুদ্ধ এবং গবেষনালব্ধ তথ্যই পারে এ দেশে আমাদের স্বপ্নের প্রযুক্তি নির্ভর আধুনিক কৃষিকে বেগবান করতে। আমাদের কৃষক সমাজ আজও পৈতৃকসূত্রে প্রাপ্ত জ্ঞান আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কৃষি কাজ চালিয়ে যাচ্ছে। কৃষিতে প্রযুক্তির ব্যাবহার এখনো চোখে পড়ার মত তেমন কোন অগ্রগতি লাভ করেনি। তবে কৃষিতে গবেষনা যে চলছে না তা কিন্তু নয়, গবেষনা হচ্ছে প্রতিনিয়ত এবং আমাদের দেশের অনেক যোগ্য ও প্রতিথযশা গবেষকরা গবেষনা চালিয়ে যাচ্ছেন এবং ভাল ফল ও পাচ্ছেন কিন্তু যা হচ্ছে না, তা হল প্রচার। কোন কোন ক্ষেত্রে গবেষনার ফলাফল জার্নাল বা পাবলিকেশানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। আমরা চাচ্ছি আমাদের গবেষকদের এই অর্জনগুলো তৃনমুল পার্যায়ে পৌছে দিতে। কৃষি কাজে আধুনিক ধ্যান-ধারনা, কৃষিতে প্রযুক্তির ব্যাবহার এবং জমিতে বীজ, সারসহ অন্যান্য উপদানের সর্বোচ্চ ব্যাবহার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশন করার চেষ্টা করা হয়েছে আমাদের এই ওয়েব সাইটে। দেশের মানুষের আর্থসামাজিক মানোন্নয়নের জন্য তাদেরকে জমিভিত্তিক চাষবাসের পাশাপাশি মৎস্য চাষ, গবাদি পশু ও পাখি পালনেও উৎসাহিত করার লক্ষ্যে বিষয় ভিত্তিক তথ্যের সমাবেশ ঘটানো হয়েছে। শুধু উৎপাদন নয়, উৎপাদিত পন্য যেন ভাল বাজারদর পায় সে জন্য আমরা প্রচলিত বাজার ব্যবস্থা থেকে একটু ভিন্নরকম কিন্তু উন্নত দেশগুলোতে প্রচলিত ভার্চুয়াল বাজার ব্যবস্থার উদ্যেগ গ্রহন করেছি। আমাদের বিশ্বাস উক্ত বাজারে আপনাদের স্বতফূর্ত অংশগ্রহন আমাদের দেশের ই-কৃষিকে আরো একধাপ এগিয়ে নিতে সাহায্য করবে এবং কৃষি পন্য বিপনন ভিত্তিক ই-কমার্সের ভীত রচনা হবে, যার মাধ্যমে পরবর্তীতে আমাদের উৎপাদিত পন্য দেশের বাইরে পাঠানো আরো সহজতর হবে। শিক্ষিত তরুন সমাজকে কৃষিতে আগ্রহী করার নিমিত্তে উক্ত সেক্টরের সফল ব্যাক্তিদের সাফল্যগাথাঁ প্রতিবেদন প্রচার করা হচ্ছে। আমরা চাচ্ছি আমাদের মেধাবী তরুনরা শুধু চাকরির পিছনে না ছুটে কৃষিতে অবদান রাখুক, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করুক, কৃষি ব্যাবসা বানিজ্যে মেধা খাটিয়ে সমাজে ব্যাবসায়ী হিসাবে আত্নপ্রকাশ করুক। তাই কৃষি শিল্পে কিছু করার আগ্রহ নিয়ে যারাই চিন্তা-ভাবনা বরছেন, তারা আমাদের সাথে নিসোংকোচে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে সহায়তা করার জন্য সর্বদা প্রস্তুত আছি।

কৃষির সম্প্রসারনে আমাদের করণীয়

প্রতিনিয়তই আমাদের দেশের আবাদযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে। বর্ধিত জনসংখ্যার বাসস্থানের প্রয়োজনেই মূলতঃ কৃষি জমির পরিমাণ কমলেও বাড়ছে মানুষের খাদ্যের চাহিদা। ফলে ব্যাপক জনগোষ্ঠির জন্য প্রয়োজনীয় খাদ্যের চাহিদা বর্তমান আবাদযোগ্য জমি থেকে প্রাপ্ত ফলন দ্বারা মেটানো সম্ভব হচ্ছে না। প্রথমতঃ কৃষি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে এবং দ্বিতীয়তঃ সম্পদের সঠিক ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হচ্ছে না বিধায় কৃষকের আয় বাড়ছে না। ফলশ্রুতিতে কৃষি প্রধান আমাদের এই দেশের মোট জনসংখ্যার অধিকাংশই খাদ্যের নিরাপত্তাহীনতায় ভুগছে এবং অর্থনৈতিক ও সামাজিকভাবে দূরাবস্থায় জীবন-যাপন করছে। এমতাবস্থায় কৃষি জমি ও সম্পদের সঠিক ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা অতীব গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। অথচ আমরা দিন দিন কৃষি থেকে দুরে সরে যাচ্ছি, শিল্প নির্ভর সংস্কৃতির সাথে তাল মিলানোর আপ্রান চেষ্টা আমাদের। কিন্তু প্রতি বছরই খাদ্য ঘাটতি আমাদের কে মনে করিয়ে দেয় কৃষির প্রয়োজনীয়তার কথা। তাই কৃষি কে আর কৃষকের মধ্যে সীমাবদ্ব রাখার কোন অবকাশ নেই। আজ কৃষি একটা শিল্প আর এ শিল্পে অংশগ্রহন করার সুয়োগ রয়েছে দেশের প্রতিটি মানুষের। তাই আসুন আমরা প্রত্যেকে কৃষিতে কিছু না কিছু অবদান রাখি। বাড়ির ছাদ , ঘরের বারান্দা, সামনের উঠোন অথবা কোন ফসলি জমি যে খানেই সম্ভব গড়ে তুলি ছোট্ট একটি কৃষি খামার আর অবদান রাখি সামান্যতম হলে ও দেশের খাদ্য ঘাটতি মোচনে। ভাবছেন করবেন কিন্তু কি ভাবে ? প্রয়োজনীয় তথ্য যে আপনার হাতে নেই। এ কথা সত্য অনেকের মধ্যে অপরিসীম আগ্রহ থাকা সত্বেও শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যের অভাবে নিজের পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন। বঞ্চিত হন সবুজ-শ্যামলের হাতছানি থেকে। তাই আপনাকে একধাপ এগিয়ে দিতে প্রয়োজনীয় সকল তথ্য নিয়ে আপনার পাশে আছি আমরা “এগ্রোবাংলা ডটকম” আমাদের ওয়েব সাইটে সন্নিবেশিত তথ্যসমূহ ছাড়াও আপনি আরো কি ধরনের তথ্য চান তা যদি অনুগ্রহ করে আমাদের কে জানান তাহলে আপনি এবং সকল ইন্টারনেট ব্যাবহারকরী উপকৃত হবে। আপনার মতামত জানিয়ে আমাদের কে ই-মেইল করতে পারেন।

গোপনীয়তা নীতি এবং প্রশ্ন ও উত্তর

দেশের সর্ব বৃহৎ কৃষি তথ্য ভান্ডার এবং কৃষি ইকমার্স ‘এগ্রোবাংলা শপ’ গ্রাহকদের তথ্য সুরক্ষায় শতভাগ সতর্ক। এগ্রোবাংলায় নিবন্ধিত কোন গ্রাহকের ব্যক্তিগত তথ্য কিংবা ইমেইল ও মোবাইল নাম্বার অন্য কারো সাথে শেয়ার করা হয় না। এমনকি ফেসবুক মেসেজ্ঞারের তথ্য সমূহ পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তায় সংরক্ষন করা হয়।

প্রশ্ন: এগ্রোবাংলা মানুষকে কি সেবা দেয়?
উত্তর: এগ্রোবাংলা বাংলাদেশের মানুষকে একদিকে যেমন বিনামুল্যে কৃষি তথ্য সেবা দিয়ে থাকে অন্যদিকে কৃষি ইকমার্স এগ্রোবাংলা শপের মাধ্যমে সারা বাংলার কৃষি মনা মানুষদের জন্য তাদের প্রয়োজনীয় কৃষি পণ্য ও সরঞ্জাম সুলভ মুল্যে ক্রয়ের ব্যবস্থা রেখেছে।

প্রশ্ন: এগ্রোবাংলা শপে কি ধরনের পণ্য বিক্রি হয়?
উত্তর: এগ্রোবাংলা শপ যেহেতু কৃষি ভিত্তিক ইকমার্স তাই এখানে শুধু মাত্র কৃষি সংশ্লিষ্ট পণ্য বিক্রি হয়।

প্রশ্ন: এগ্রোবাংলা শপ থেকে পণ্য কিনতে হলে কি করতে হবে?
উত্তর: এগ্রোবাংলা শপ থেকে কোন পণ্য কিনতে চাইলে ওয়েবসাইটে একাউন্ট তৈরি করে Cart করার মাধ্যমে কেনা যাবে। এছাড়া ফেসুবক পেইজে মেসেজ দিয়ে, ইমেইলে যোগাযোগ করে এবং ফোনে অর্ডার দিয়ে পণ্য ক্রয় করা যাবে।

প্রশ্ন: এগ্রোবাংলা থেকে কি কৃষি বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ পাওয়া যাবে?
উত্তর: এগ্রোবাংলা থেকে কৃষি বিষয়ক কোন বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করা হয় না। শুধুমাত্র এগ্রোবাংলা কৃষি তথ্য ভান্ডারে যেসব তথ্য দেয়া আছে সেগুলো পড়তে পারবেন

প্রশ্ন: এগ্রোবাংলা শপ থেকে পণ্য ক্রয়ে কিভাবে টাকা পরিশোধ করা যাবে?
উত্তর: এগ্রোবাংলা শপ থেকে পণ্য ক্রয়ে আপনি এখন পর্যন্ত শুধুমাত্র বিকাশ, নগদ ও রকেটে টাকা প্রদান করতে পারবেন। ভবিষ্যতে অর্থ প্রেরণের অন্যান্য মাধ্যম যুক্ত করা হবে

প্রশ্ন: এগ্রোবাংলা শপ থেকে কি ক্যাশ অন ডেলিভারীতে পণ্য ক্রয় করা যাবে?
উত্তর: এগ্রোবাংলা শপ থেকে ক্যাশ অন ডেলিভারীতে কোন পণ্য বিক্রি করা হয় না। তবে ক্ষেত্র বিশেষে ২০ শতাংশ টাকা অগ্রীম প্রদান সাপেক্ষে বাকী অর্থ ক্যাশ অন ডেলিভারীতে দেয়ার সুযোগ রয়েছে।

যোগাযোগ- Contact Us

Email: [email protected]

Phone: +8801841238733

Available on Phone 9am-6pm

শুধু মাত্র সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফোন করুন

কৃষি তথ্য ও কৃষি ই-কমার্স

  • AgroBangla Shop
  • Cart
  • Checkout
  • My account
  • আমাদের কথা ও প্রশ্ন উত্তর
  • কৃষি তথ্য ভান্ডার ও কৃষি ইকমার্স

ফেসবুকে এগ্রোবাংলা

এগ্রোবাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

এগ্রোবাংলা কপিরাইট
© Copyright - Agrobangla | Agriculture Information and Ecommerce
  • Facebook
  • Twitter
  • Youtube
  • Pinterest
  • Instagram
  • Tumblr
  • Linkedin
  • Reddit
Scroll to top