সবজি জাতীয় ফসল চাষের জন্য মাটির বৈশিষ্ট্য
একজন কৃষককে যখন মাটি সম্পর্কে জিজ্ঞেস করা হয় তিনি ঝটপট বলে থাকেন যে ভূ-ত্বকের গভীরে যতটুকু লাঙলের ফলা পৌঁছে, তাই মাটি এবং ফসল উৎপাদনের উপযোগী। অর্থাৎ কৃষকের ভাষায় ভূ-পৃষ্ঠের ১৫-১৮ সেমি. গভীর স্তরকে মাটি বলা হয়। অতএব, ফসল উপযোগী মাটির বৈশিষ্ট্য এ স্তরেই নিহিত।
সব ধরনের শাকসবজিই উঁচু, সুনিষ্কাশিত দোআঁশ বেলে দোআঁশ, পলি দোআঁশ মাটিতে ভালো জন্মে। নিচে ডাল, আলু ও চমেটো চাষপোযোগী মাটির বৈশিষ্ট্য বর্ণনা করা হলো।
ডাল চাষোপযোগী মাটির বৈশিষ্ট্য
» উঁচু ও মাঝারি জমিতে দোআঁশ, বেলে দোআঁশ এঁটেল দোআঁশ এবং পলি দোআঁশ মাটিতে ডাল জাতীয় জন্মে। ডাল ফসল অতিরিক্ত পানি সহ্য করতে পারেনা। তাই নিষ্কাশনযোগ্য মাটিই ডাল চাষের জন্য উপযোগী।
» ডাল নিরপেক্ষ বা ক্ষারীয় চুনযুক্ত মাটিতে ভালো হয়।
» শুষ্ক ও ঠাণ্ডা আবহওয়া এবং অল্প বৃষ্টিপাত ডাল ফসল চাষের জন্য উপযোগী। এরূপ আবহাওয়া ও বৃষ্টিপাত যদি থাকে আর মাটি যদি হয় বেলে দোআঁশ থেকে এঁটেল দোআঁশ। তবে সে আবহাওয়ায় অবশ্যই ডাল ফসল ভালো ফলন দিবে।
» বিনা চাষে ডাল ফসল আবাদের জন্য নিচু ও মাঝারি জমি নির্বাচন করতে হবে। জমি থেকে বর্ষার পানি নেমে গেলে ভেজা মাটিতে ডাল ফসলের বীজ বোনা হয়।
গোল আলু চাষোপযোগী মাটির বৈশিষ্ট্য
» দোআঁশ ও বেলে দোআঁশ মাটি আলু উৎপাদনের জন্য বেশ উপযোগী।
» আলুর জন্য বায়ু চলাচল করতে পারে এরূপ নরম ও ঢিলেঢালা মাটি দরকার। এতে আলু বড় হওয়ার সুযোগ পায়।
» গোলা আলুর মাটিতে প্রচুর জৈব পদার্থ থাকা দরকার।
» মাটির অম্লমানের মাত্রা ৬-৭, এর মধ্যে থাকা ভালো।
টমেটো চাষোপযোগী মাটির বৈশিষ্ট্য
» যে কোনো প্রকার মাটিতে টমেটোর চাষ করা যায়। তবে বেলে ও কংকরময় মাটিতে টমেটো চাষ করা যায় না।
» দোআঁশ ও বেলে দোআঁশ মাটি টমেটো চাষের উপযোগী।
» বেলে মাটিতে অধিক পরিমাণে জৈবসার প্রয়োগ করলে টমেটোর চাষ মোটামুটি করা যায়।
» মাটির অম্লমান মাত্রা নিরপেক্ষ মাত্রার কাছাকাছি হলে ভালো হয়।
এগ্রোবাংলা ডটকম
সুলভে কৃষি পন্য ক্রয়ে আস্থা রাখুন বাংলাদেশের প্রথম কৃষি ভিত্তিক ইকমার্স ‘এগ্রোবাংলা শপ’ এ।